করোনায় বাংলাদেশে আরো ১ জনের মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা ৩৯

| ক্যাম্পাস টুডে ডেস্ক | Avatar

ক্যাটাগরি : ,

ক্যাম্পাস টুডে ডেস্ক


বাংলাদেশে আরো ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে আরো একজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৯ জনে। এদের মধ্যে মোট মৃত্যু হয়েছে চার জনের। এবং সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন পাঁচজন।

এই তথ্য জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

সেব্রিনা ফ্লোরা জানান, মারা যাওয়া ব্যক্তির বয়স ৭০ বছরের বেশি। তিনি একটি হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds