করোনায় মারা গেলেন কিংবদন্তি গায়ক জন প্রাইন

| ক্যাম্পাস টুডে ডেস্ক | Avatar

ক্যাটাগরি : ,

আন্তর্জাতিক টুডেঃ

করোনা ভাইরাস সংক্রমণে বিশ্বজুড়ে ক্রমেই বাড়ছে মৃত্যুর মিছিল। প্রতি ২৪ ঘন্টার ব্যাবধানে হাজার হাজার মানুষের মৃত্যুর খবর উঠে আসছে। এরই মধ্যে অনেক খ্যাাতমান অভিনেতা ও শিল্পীও প্রাণ হারিয়েছে এই মরণঘাতী ভাইরাসে।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবার মৃত্যুবরণ করলেন গ্র্যামি-জয়ী গায়ক জন প্রাইন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

২ এপ্রিল প্রাইনের স্ত্রী ফিওনা জানান জন খুবই অসুস্থ। তার এক সপ্তাহের মধ্যেই চির বিদায় নিলেন এই গায়ক। গীতিকার হিসেবেও জনপ্রিয় ছিলেন তিনি। তার গান গেয়েছেন অন্যরাও।

যুক্তরাষ্ট্রে ইলিনয়ে ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন জন প্রাইন। ১৪ বছর বয়সে তিনি গিটার বাজানো শেখেন। গ্র্যামি পুরস্কারজয়ী এই শিল্পীর মৃত্যুকালে নিজের নামে ১৯টি স্টুডিও অ্যালবাম ছিল।

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet