করোনায় মারা গেলেন চট্টগ্রামের প্রবীণ চিকিৎসক

ডেস্ক রিপোর্ট:  করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্ত হয়ে  চট্টগ্রামের প্রবীণ চিকিৎসক ললিত কুমার রবিবার রাত ১১টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি নাক, কান ও গলা বিশেষজ্ঞ হিসেবে চট্টগ্রামে সুপরিচিত ছিলেন।

মৃত ডা. ললিত কুমার দত্ত (৭৭) চট্টগ্রাম মেডিকেল কলেজের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

১৯৭১ সালে ভারতের গোকুল নগর ক্যাম্পে তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় নিয়োজিত ছিলেন।

প্রবীণ এই চিকিৎসকের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। তবে তিনি দক্ষিণ নালাপাড়ায় নিজ বাড়িতে থাকতেন।

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ  বলেন, এক সপ্তাহ আগে হৃদরোগে আক্রান্ত হয়ে এই চিকিৎসক বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে করোনা পরীক্ষা জন্য নমুনা সংগ্রহ করা হয়, সেই রিপোর্ট পজিটিভ আসে।

আরও বলেন, এরপর শুক্রবার উনাকে জেনারেল হাসপাতালে আনা হয়। শ্বাসকষ্ট নিয়ে উনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত রাত ১১টার দিকে তিনি মারা যান।

এদিকে তার মৃত্যুতে নগরীতে শোকের ছায়া নেমে এসেছে। ডা. ললিত কুমার দত্তের মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড, বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট-চট্টগ্রাম শোক জানিয়েছে।

Scroll to Top