শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৮:৪০ অপরাহ্ন

করোনা: ইরানে প্রতি ১০ মিনিটে ১ জনের মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ২০ মার্চ, ২০২০, ৪.৫১ পিএম
ইরানে প্রতি ১০ মিনিটে ১ জনের মৃত্যু
ইরানে রাস্তা জীবাণুমুক্ত করা হচ্ছে। ছবি: রয়টার্স ফাইল ফটো

আন্তর্জাতিক টুডে


ইরানে প্রতি ১০ মিনিটে করোনাভাইরাসে আক্রান্তে একজন মারা যাচ্ছেন প্রতি ঘণ্টায় ৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইরান কিয়ানুশ জাহানপুরের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছেন, ইরানে প্রতি ঘণ্টায় ৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। আর, প্রতি ১০ মিনিটে মারা যাচ্ছেন একজন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) টুইটারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর লিখেন, “আমাদের হাতে আসা তথ্য দেখে বলতে পারি, ইরানে করোনা-ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতি ১০ মিনিটে একজন মারা যাচ্ছেন এবং প্রতি ঘণ্টায় আক্রান্ত হচ্ছেন অন্তত ৫০ জন।”

আরো পড়ুনঃ বাংলাদেশে করোনায় নতুন ৩ জন আক্রান্ত, মোট ২০

এদিকে যুক্তরাজ্যের ইন্ডিপেনডেন্ট পত্রিকার প্রতিবেদন মতে, তেহরানের শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় আশঙ্কা করা হয়েছে, ইরানে মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়াতে পারে। ১৯ মার্চ, বৃহস্পতিবার পর্যন্ত ইরানে ১8 হাজার ৪০৭ জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী আলিরেজা রাইসি।

সরকারিভাবে ইরানে এখন পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৮৪ বলা হলেও, মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে বলে  বিশেষজ্ঞদের ধারণা।

করোনা-ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা, শীর্ষস্থানীয় আলেমসহ এ পর্যন্ত অন্তত ১৬ জন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি মারা গিয়েছেন।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today