আন্তর্জাতিক টুডে
করোনাভাইরাসের ভয়াল তাণ্ডবে দিশেহারা বিশ্ব। চীনের পর ইতালি, তারপর ইউরোপের আরেক দেশ স্পেনে করোনার বিস্তারে বিপর্যস্ত হয়ে পড়েছে।
বুধবার স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইউরোপের স্পেনে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত আরও ৭৩৮ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৭ শতাধিক মৃত্যু নিয়ে স্পেন এখন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৪৩৪ জন। গত মঙ্গলবার যার সংখ্যা ছিল ২ হাজার ৬৯৬। দেশটিতে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৬১০ জন।
উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণে মৃত্যুর দিক দিয়ে ইতালি ও চীনের পর স্থান পেয়েছে স্পেন। তবে করোনায় আক্রান্তের দিক দিয়ে চীন এবং ইতালির পরেই যুক্তরাষ্ট্রের অবস্থান। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৯৬৩। যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে ৭৮৪ জনের। এদিকে করোনার উৎপত্তিস্থল চীনে মারা গেছেন ৩ হাজার ২৮১।