করোনা থেকে মুক্তিতে ববি শিক্ষার্থীদের উদ্যোগে কোরআন খতম

মাসুম, ববি প্রতিনিধি


সৃষ্টিকর্তার কাছে প্রাণঘাতী করোনা থেকে মুক্তি, দেশ ও মানবজাতির কল্যাণ কামনায় বরিশাল বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থীরা কুরআন খতম কর্মসূচি পালন করেছেন।

আজ শনিবার (২৮ মার্চ) শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে অবস্থান করে হাফেজদের সহায়তায় কিছু অংশ করে ভাগ করে নেয় এবং বাড়িতে বসেই তিলাওয়াত সম্পন্ন করে।এদিন অনেকে নিজ উদ্যোগে নফল রোজা রাখেন।

কুরআন এর হাফেজ কামরুল হাসান বলেন “মহান রব, আমাদের মাতৃভূমিসহ সারা বিশ্বকে এই মহামারি (করোনাভাইরাস) থেকে মুক্ত করুক।”

আরেক শিক্ষার্থী আবু সায়েম জানান, ” করোনা ভাইরাস থেকে সৃষ্টিকর্তা আমাদের সকলকে হেফাজত করুক। পৃথিবীর সকলের মঙ্গলকামনা এবং করোনা নামক মহামারি থেকে রক্ষা পেতে আমরা কোরআন খতমের আয়োজন করেছি।

এছাড়াও এমন উদ্যোগে অন্যশিক্ষার্থীরাও অনুপ্রাণিত হবে বলে তারা মনে করেন।

উল্লেখ্য, এর আগেও কয়েকবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা কুরআন খতম এর আয়োজন করা হয়। গত বছর অক্টোবর মাসে বিশ্ববিদ্যালয় বাসের সাথে সড়ক দূর্ঘটনায় নিহতদের জন্য দোয়া ও কুরআন খতম এবং পরবর্তীতে নগর পিতার জন্মদিনে ও কুরআন খতম কর্মসূচি পালিত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment