রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৩:৫২ অপরাহ্ন

করোনা দুর্যোগেও প্রতিপক্ষের পা কেটে হাতে নিয়ে আনন্দ মিছিল

  • আপডেট টাইম রবিবার, ১২ এপ্রিল, ২০২০, ৯.৪০ পিএম

সারাদেশ টুডে


করোনা দুর্যোগের মধ্যে ও টাকশাল দিয়ে প্রতিপক্ষের পা কেটে বিজয় বিজয় উল্লাস হয়েছে।আজ রবিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার থানাকান্দি গ্রামে আনন্দ মিছিল হয়।

স্থানীয়রা বলেন , গ্রামের আবু মেম্বার ও মুসলিম মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই সকালে মুসলিম মেম্বারের লোকজনকে আবু মেম্বারের লোকজন হামলা করে।

এ সময় আবু মেম্বারের নাতি  মোবারক হোসেনকে ধাওয়া করলে আত্মরক্ষার জন্য সে বাড়িতে ঢুকে পড়ে। তখন সন্ত্রাসীরা তার ডান পা টাকশাল দিয়ে গোড়ালি পর্যন্ত কেটে ফেলে। পরে কাটা পা নিয়ে গ্রামের সড়কে সড়কে মিছিল করে। এ ঘটনায় সেখানে আতংক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় অন্তত হাজির হাটির মোরসালিন (৩৫), জুয়েল (৩৫), দিন মোহাম্মদ (২৭), মনির (৩০)সহ ২০ জন আহত হয়েছে। আহতদের নবীনগর ও জেলা সদর হাসপাতালসহ বিভিন্নস্থানে প্রেরণ করা হয়েছে। সংর্ষকালে ১০/১৫ টি বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। সংর্ঘষের ঘটনায় ২০ জনকে আটক করেছে পুলিশ।

 

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today