ফজলুল হক পাভেল, জাককানইবি প্রতিনিধি
করোনার বিস্তার ঠেকাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ছাত্রলীগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করে দায়িত্বরত আনসার সদস্য ও দারোয়ানদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বেলা ১টার দিকে শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম এবং ছাত্র উপদেষ্টা ড. শেখ সুজন আলীর উপস্থিতিতে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত আনসার সদস্য ও দারোয়ানদের মাঝে করোনা মোকাবেলা সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরে সচেতন করার চেষ্টা করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের মূল গেইটে, প্রশাসনিক ভবনের নিচে, মসজিদ সংলগ্ন আনসারক্যাম্পে জীবাণুনাশক সাবান-পানির ব্যবস্থা করা হয়েছে।
এই সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজক ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রাজীব।
মনিরুজ্জামান রাজীব বলেন, 'এই কঠিন সময়ে করোনা প্রতিরোধে আমাদের সকলের অংশগ্রহণ জরুরী। নিজ নিজ জায়গা থেকে নিজেকে নিরাপদ রেখে সবাইকে সচেতন করতে এগিয়ে আসা উচিত।'