মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১০:৪০ পূর্বাহ্ন

করোনা পরিস্থিতিতে ৯ দিন ছুটি বাড়ালো বশেমুরবিপ্রবি

  • আপডেট টাইম সোমবার, ৩০ মার্চ, ২০২০, ৩.৪৮ পিএম

বশেমুরবিপ্রবি টুডে


করোনা ভাইরাস সংক্রমণ শঙ্কায় ছুটি বাড়িয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ৩১ মার্চ পর্যন্ত ছুটি থাকলেও তা বাড়িয়ে ৯ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।

আজ সোমবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ মোরাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কতৃক জারিকৃত পত্রের আলোকে (সূত্রঃ ইউজিসি/প্রশা/৪(৪)/৭৩/১১-১/২১৪৪, তারিখ ২৪ মার্চ ২০২০) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীগণকে জানানো যাচ্ছে যে, আগামী ০৯ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-কার্যক্রম ও প্রশাসনিক কর্মকাণ্ড বন্ধ থাকবে।

তবে, বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ যেমন- পানি, বিদ্যুৎ এবং নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকাণ্ড এই অফিস আদেশের বাহিরে থাকবে।

প্রসঙ্গত, এর আগে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনার পর ১৮ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today