করোনা ভাইরাসে সকালে ছেলের মৃত্যু, বিকেলে মারা গেলেন মা

ডেস্ক রিপোর্ট: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চাঁদপুরে মফিজুর রহমান মিজি (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে তার মৃত্যু হয়। এদিকে ছেলের মৃত্যু শোক সইতে না পেরে একই দিন বিকেলে মফিজুরের মা সুফিয়া বেগম (৬৫) মারা যান।

তবে মফিজুরের মা’র করোনা ছিল না। উপজেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে।

জানা যায়, হাইমচর উপজেলার আলগী (উত্তর) ইউনিয়নের উত্তর আলগী গ্রামের বাসিন্দা মো. মফিজুর রহমান মিজি। পেশায় তিনি একজন ব্যবসায়ী। কয়েকদিন ধরে তিনি করোনার বিভিন্ন উপসর্গে ভুগছিলেন। নমুনা পরীক্ষা দেয়ার পর বুধবার তার রিপোর্ট পজেটিভ আসে। বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে তিনি মারা যান।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন জানান, মফিজুর রহমান মিজি করোনায় আক্রান্ত ছিলেন। তার মা বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। এ জন্য নমুনা সংগ্রহ করা হয়নি। স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে ছেলের পাশেই মাকে দাফন করা হয়েছে।

Scroll to Top