করোনা ভাইরাস: চীনে মৃতের সংখ্যা বেড়ে ৫৬৩, বাড়ছে আক্রান্তের সংখ্যা

চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে এ পর্যন্ত মারা গেছে ৫শ’৬৩ জন। সেই সঙ্গে সংক্রমিত মানুষের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে।

আজ বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানায়, গেলো ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৩ জনের। এদের মধ্যে বেশিরভাগই মারা গেছে হুবেই প্রদেশে। এছাড়াও হুবেই প্রদেশের বাইরে অন্য এলাকাগুলোতে মৃত্যু হয়েছে আরও তিনজনের।

চীনের বাইরে এখন পর্যন্ত আরও ২৫টি দেশে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। সংকট কাটাতে বড় অংকের সাহায্যের আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক। নতুন করে বেশ কয়েকটি হাসপাতাল তৈরির চেষ্টা অব্যাহত রেখেছে চীন সরকার। এছাড়া সতর্ক করা হয়েছে চীন ভ্রমণে আগ্রহীদের।

পরিস্থিতি মোকাবেলায় উহানের পর দেশটির আরও তিন শহরের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র:Rtv