ক্যাম্পাস টুডে ডেস্ক
বাংলাদেশে একদিনে অর্থাৎ গত ২৪ ঘন্টায় ২৬৩৪টি নমুনা পরীক্ষা করে ৩১২ জন নতুন করোনা রোগী সনাক্ত। এ নিয়ে মোট আক্রান্ত ২৪৫৬ জন। একদিনে মৃতের সংখ্যা ৭ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৯১ জনের।
আজ রবিবার (১৯ এপ্রিল) করোনা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এই সব তথ্য জানান।
বাংলাদেশের কর্তৃপক্ষ ৮ই মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায়। বাংলাদেশে গত ১৮ই মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।