শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৮:২১ অপরাহ্ন

কর্মস্থলে ফিরেছেন শিক্ষক হৃদয় মণ্ডল

  • আপডেট টাইম বুধবার, ১৩ এপ্রিল, ২০২২, ৪.৪১ পিএম
শিক্ষক হৃদয় মণ্ডল

ক্যাম্পাস টুডে ডেস্কঃ বিনোদপুর রামকুমার উচ্চবিদ্যালয়ের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল ২৩ দিন পর কর্মস্থলে ফিরেছেন। বুধবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষের সঙ্গে তিনি স্কুলে যান। এসময় তার সহকর্মী ও শিক্ষার্থীরা তাকে স্বাগত জানায়।

গত ২৩ মার্চ মুন্সিগঞ্জ সদর উপজেলায় বিনোদপুর রামকুমার উচ্চবিদ্যালয়ের গণিত ও বিজ্ঞানের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলকে ধর্ম অবমাননার অভিযোগে আটক করে পুলিশ। পরে মামলা হলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

১৯ দিন কারাভোগের পর ১০ এপ্রিল পাঁচ হাজার টাকা মুচলেকায় মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোতাহারাত আক্তার ভূঁইয়া তার জামিন মঞ্জুর করেন।

এদিকে স্কুলে গেলেও তদন্ত কমিটির কাজ এখনো চলছে। এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছিলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। কমিটির সদস্য সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ আব্দুল হাই তালুকদার। তাকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today