বিনোদন টুডেঃ ভারতের বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গানটি এখন নেট দুনিয়ার ভাইরাল। এবার ‘কাঁচা বাদাম’ গানটি গেয়েছেন সোশ্যাল মিডিয়ায় আরেক আলোচিত নাম হিরো আলম।আজ দর্শক-শ্রোতাদের জন্য গানটি হিন্দি ভার্সন নিয়ে হাজির হচ্ছেন তিনি ।
‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’গান গেয়ে রাতারাতি তারকা বনে গেছেন ভুবন।
অনেকেই এই গানটি নতুনভাবে নিজেদের মতো করে গেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই গানটি ভেসে আসছে।
আরো পড়ুনঃকুবিতে প্রতি আসনের বিপরীতে ৪০ জন
হিরো আলম ’এক গণমাধ্যমকে বলেন, সবাই তো ‘কাঁচা বাদাম’ গান বাংলায় গেয়েছে। আমি কিন্তু ভিন্ন দিকে হেটেছি। গানটি হিন্দি ভাষায় গেয়েছি।