শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১২:৫৬ পূর্বাহ্ন

কাউন্সিলর প্রার্থী ডেইজি কেন্দ্রে শারীরিকভাবে লাঞ্ছিত (ভিডিও)

  • আপডেট টাইম শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০, ১.১৫ পিএম

ক্যাম্পাস টুডে ডেস্ক


মোহাম্মদপুর থানার অন্তর্ভুক্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের ভোটার ৩৩ হাজারেরও বেশি। এখানে আওয়ামী লীগ থেকে কাউন্সিলর পদে লড়ছেন আলেয়া সারোয়ার ডেইজি।

০১ ফেব্রুয়ারি, শনিবার ভোট কেন্দ্রে প্রবেশ সময় ডেইজি তার প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থীর কর্মীদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন।

এসময় টেনে তার কাপড় ছিড়ে ফেলা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম সেন্টুর সমর্থকরা তাকে টেনে-হিচড়ে তার জামা ছিড়ে ফেলে এবং তাকে ধাক্কা দিয়ে কেন্দ্র থেকে বের করে দেয়া হয় বলে তিনি জানান।

এ বিষয়ে ডেইজি সাংবাদিকদের বলেন, একটি কেন্দ্র থেকে আমার এজেন্টরা ফোনে ওখানে ঝামেলার কথা বলেন। তখন আমি সেখানে গেলে সেন্টুর তিন-চারজন লোক এসে আমার গায়ে হাত দিয়ে কাপড় চিড়ে ফেলে। এসময় আমাকে লাঞ্ছিতও করা হয়।

ভিডিও-

কেন্দ্রে শারীরিকভাবে লাঞ্ছিত কাউন্সিলর প্রার্থী ডেইজিক্যাম্পাস টুডে ডেস্কমোহাম্মদপুর থানার অন্তর্ভুক্ত ঢাকা উত্তর…

దీనిలో The Campus Today పోస్ట్ చేసారు 31, జనవరి 2020, శుక్రవారం

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today