‘সুস্থ মন সুস্থ জীবন’ স্লোগানে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের উদ্যোগে কাউন্সিলিং সেবা চালু করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সভাপতির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এ সময়, পরিসংখ্যান বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য ভিন্ন ভিন্ন কাউন্সিলর গাইড নির্বাচন করা হয় কাউন্সিলিং সেবা প্রদান কারার জন্য ।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড.নিশীত কুমার,জনাব এস এম নাসিম আজাদ, সহকারী অধ্যাপক জনাব মোঃ তোফাজ্জল হোসেন, ড.রেহেনা পারভীন, জনাব মোঃ জাহিদ হাসান কাউন্সিলর হিসাবে নিযুক্ত হয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ডঃ মোঃ কামাল হোসেন বলেন, শিক্ষার্থীদের দাবীর পরিপেক্ষেতে পরিসংখ্যান বিভাগের একাডেমিক মিটিং-এ বিষয়টি বাস্তবায়িত হয়েছে। নিয়মিত কাউন্সিলিং ছাত্রছাত্রীদের মানসিক সহযোগিতা করবে।পড়ালেখায় নানা সমস্যায় পরামর্শও পাবে তারা।
আরও পড়ুনঃ এসএসসিতে ফেল করেও বিসিএস ক্যাডারে প্রথম
এছাড়াও যেকোন সমস্যায় শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কাউন্সিলিং গাইডের সাথে যোগাযোগ করতে পারবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই কাউন্সিলিং সেন্টার চালুর দাবী জানিয়েছে শিক্ষার্থীরা।তবে এবিষয়ে এখনও কোনো কার্যকরী ভূমিকা দেখা যায়নি।