বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১১:৫৩ অপরাহ্ন

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ৭ ফেব্রুয়ারি

  • আপডেট টাইম শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২, ১.২১ এএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

কাজী নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ‘ওরিয়েন্টেশন’ আগামী সোমবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) সকালে উপাচার্য বাসভবনের অফিস কক্ষে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের অনুষদভিত্তিক ভর্তি কমিটির প্রধান সমন্বয়কদের নিয়ে আয়োজিত এক সভা থেকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর সভায় সভাপতিত্ব করেন। এসময় সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ওরিয়েন্টেশন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। সভাপতিত্ব করবেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী। উপস্থাপনা করবেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। অনুষ্ঠানের অনলাইন লিঙ্ক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://jkkniu.edu.bd/ এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today