কাশ্মীর সীমান্তে উত্তেজনা, দুই ভারতীয় জওয়ান নিহত

আন্তর্জাতিক টুডেঃ  করোনা দূর্যোগের মধ্যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনাদের হামলায় দুই ভারতীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার জম্মু-কাশ্মীরের বারামুল্লায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এই সময়।

শুক্রবার জম্মু-কাশ্মীরের বারামুল্লায় পাকিস্তানি সেনাদের গুলিতে গুরুতর আহত দুই ভারতীয় সেনা শনিবার সকালে মারা যান।

গুরুতর আহত আরেক সেনা হাসপাতালে ভর্তি আছেন।

সেনা সূত্র জানায়, হঠাৎ করে শুক্রবারের এই হামলায় আহত হন ভারতীয় তিন সেনা জওয়ান। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুই জওয়ান গুরুতর আহত ছিলেন। শনিবার সকালে তাদের মৃত্যু হয়।
সেনা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, ‘১ মে দুপুর সাড়ে ৩টার দিকে বারামুল্লা জেলার রামপুর সেক্টরে লাইন অব কন্ট্রোলের ওপার থেকে গুলিবর্ষণ শুরু করে পাকিস্তানের সেনাবাহিনী। ’
এর আগে বুধবার কাশ্মীরের পুঞ্চ সীমান্তে ভারতীয় সেনাদের হামলায় এক পাকিস্তানি সেনা নিহত হন। ওই হামলায় দুই বেসামরিক পাকিস্তানি নিহত হন বলেও জানায় পাকিস্তান সেনাবাহিনী।

কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় নিয়মিত বিরতিতে ভারত ও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে থাকে।

দুই পক্ষই অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে পরস্পরের বিরুদ্ধে।

Scroll to Top