কিশোরীর ঝুলন্ত লাশ মিললো আতা গাছে

সারাদেশ টুডেঃ-        সুনামগঞ্জে সুরাইয়া নামে ১৫ বছরের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।ময়না তদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে ৫ অক্টোবর মঙ্গলবার সকালে। তার আগে সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে,সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুরাইয়া ওই গ্রামের মামুন মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানায়, ‘নিজ বাড়ির আঙ্গিনায় সোমবার সন্ধ্যায় আতা ফল গাছের সঙ্গে সুরাইয়াকে ফাঁসি দিয়ে ঝুলে থাকতে দেখে পরিবারের লোকজন। পরে খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহটি উদ্ধার থানায় নিয়ে যায়।’

হারুনুর রশিদ (দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত ওসি) জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে মেয়েটি আত্মহত্যা করেছে সুরাইয়া। মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।’

Scroll to Top