মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৯:৪৫ পূর্বাহ্ন

নির্বাচনি পরীক্ষায় ফেল করায় কিশোরের আত্মহত্যা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২, ৫.৫২ পিএম

এসএসসির নির্বাচনি পরীক্ষায় ফেল করায় নোয়াখালীর চাটখিল উপজেলায় রাহিম হোসেন মুন্না (১৬) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।

নিহত মুন্না উপজেলার ৪নং বদলকোট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর বদলকোট গ্রামের হাজিবাড়ির আবদুর রহমানের ছেলে। সে স্থানীয় সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যার দিকে নিজ বসতঘরে শয়নকক্ষের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।  

পুলিশ ও স্থানীয়রা জানান, কিছু দিন আগে মুন্নার এসএসসির টেস্ট পরীক্ষার ফল প্রকাশ হয়। ওই পরীক্ষায় সে ৬ বিষয়ে ফেল করে। এর পর হতাশা থেকে বুধবার সন্ধ্যায় নিজ রুমে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। 

চাটখিল থানার এসআই মো. কামরুজ্জামান বলেন, স্থানীয়দের ভাষ্যমতে— পরীক্ষায় ফেল করায় হয়তো হতাশা থেকে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চাটখিল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today