চৌধুরী মাসাবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে তিন ইউনিটে ১০৪০ টি আসনের জন্য আবেদন করেছে ৪১৩২৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
সোমবার দুপুর ১২টায় আবেদনের তথ্যটি নিশ্চিত করেছেন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সদস্য সচিব পার্থ চক্রবর্ত্তী।
সদস্য সচিব পার্থ চক্রবর্ত্তী বলেন, ‘গত ১৫ দিনে ৪১৩২৪ জন শিক্ষার্থী আবেদন করেছে। মেধা তালিকার ভিত্তিতে আমরা প্রথম ১০৪০ জনকে বাছাই করবো’।
আরও পড়ুনঃ সুবর্ণজয়ন্তীতে রাবিতে ধর্ষণ মামলার আসামীর জাতীয় সঙ্গীত পরিবেশন, ক্ষুব্ধ শিক্ষকরা
প্রসঙ্গত ,গত ২০ ডিসেম্বর থেকে আবেদন পক্রিয়া শুরু হয় এবং গতকাল রাত ১২টা পর্যন্ত এ পক্রিয়া অব্যহেত থাকে।