কুবি প্রতিনিধিঃকোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির কারনে সশরীরে নয় অনলাইনে ক্লাস-পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রসাশন।
গত ( শুক্রবার) ২১ জানুয়ারি রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ৬৯তম জরুরি একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয় কুবি প্রশাসন।
একাডেমিক কাউন্সিল সূত্রে জানা যায়, অনলাইনে ক্লাস-পরীক্ষা চলমান থাকবে। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বেলা ২টা পর্যন্ত অফিস খোলা থাকবে। আর স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম চলবে।
আরও পড়ুন ঃ বিশ্ববিদ্যালয়ের হলগুলো হবে পড়াশোনার প্রধান জায়গা: নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের আলোকে ক্লাস-পরীক্ষাসমূহ অনলাইনে পরিচালনা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অফিস সীমিত পরিসরে চলবে।