কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিসংখ্যান দিবস উদযাপন

কুবি টুডেঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) পরিসংখ্যান বিভাগ এবং পরিসংখ্যান সমিতির উদ্যোগে বিশ্ব পরিসংখ্যান দিবস-২০১৯ উদযাপন করা হয়েছে।

রবিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় দিবসটি উপলক্ষে পরিসংখ্যান বিভাগ থেকে বর্নাঢ্য আনন্দ র্যালি বের করে। র্যালির সূচনা করেন পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী। পরে তা বিভিন্ন সড়ক ঘুরে বঙ্গবন্ধু ভাস্কর্যে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো: ফরহাদ হোসেন, প্রিয়াংকা পাল, মাহবুবুর রহমান মানিক, প্রভাষক দিপা রানী দাস। এছাড়াও উপস্থিত ছিলেন পরিসংখ্যান সমিতির সাধারন সম্পাদক তাসনিম রহমান আসিফসহ শিক্ষার্থীরা।

উল্লেখ্য, দিবসটি উপলক্ষে পরিসংখ্যান বিভাগের ছাত্র-ছাত্রীদের অধ্যয়ন, পরিসংখ্যানের প্রয়োজনীয়তা, ও সর্বোপরি সব রকমের অশিক্ষাসুলভ কর্মকান্ড থেকে দূরে থাকার কথা আলোচনা করা হয়।



সংবাদ প্রেরক দ্য ক্যাম্পাস টুডের কুবি প্রতিনিধি মুহাম্মদ ইকবাল মুনাওয়ার।


সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment