কুবি টুডেঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দীপাবলি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদ, শিক্ষক এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
রবিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদের উদ্যেগে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চের সিড়ি ও সিড়ির চারপাশে প্রদীপ জ্বেলে, আতশবাজি ও ফানুশ উড়িয়ে এ উৎসব পালন করা হয়।
এ সময় উৎসবে উপস্থিত ছিলেন-বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এমরান কবির চৌধুরী,রেজিস্ট্রার অধ্যাপক ড মোঃ আবু তাহের ,পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ড দুলাল চন্দ্র নন্দী,বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড কাজী মোহাম্মদ কামাল উদ্দিন ও ফার্মেসী বিভাগের প্রভাষক জয় চন্দ্র রাজবংশীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
জানা যায়,প্রদীপ জ্বালানো,আতশবাজি ও ফানুশ উড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের প্রসাদের ব্যবস্থা করা হয়।