সোমবার, ২৯ মে ২০২৩, ০৮:৩৬ পূর্বাহ্ন

কৃষিতে অবদানের জন্য সম্মাননা পেলেন অধ্যাপক ড. নূর হোসেন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ১.০৩ এএম
কৃষিতে অবদানের জন্য সম্মাননা পেলেন প্রফেসর নূর হোসেন

মোঃ আজিজুল হক, সিকৃবি প্রতিনিধি: কৃষি গবেষণা কাউন্সিলে অনুষ্ঠিত বাংলাদেশ কৃষিতত্ত সমিতির ২১তম বার্ষিক সম্মেলন ও ৫০ তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষিতত্ত ও হাওর কৃষি বিভাগের সিনিয়র প্রফেসর ড. মোহাম্মদ নূর হোসেন মিঞা সম্মাননা পদক লাভ করেছেন। সিকৃবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এখবর জানানো হয়।

কৃষিতত্ত সমিতির সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ওমর আলীর সঞ্চালনায় এবং সমিতির সভাপতি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. নূর আহমদ খন্দকারের সভাপতিত্তে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াস উদ্দিন মিঞা, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের বাংলাদেশ প্রতিনিধি ড. মোঃ জয়নুল আবেদীন এবং এসিআই এগ্রোবিজনেস প্রধান ড. এফ এইচ আনসারি। উল্লেখ্য কৃষিতত্ত শিক্ষা এবং গবেষণায় বিশেষ অবদান রাখার জন্য প্রফেসর ড. মোহাম্মদ নূর হোসেন মিঞাকে এই সম্মাননা জানানো হয়।

 

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today