শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০১:০১ পূর্বাহ্ন

কৃষি খাতে ৫০০০ কোটি টাকার প্রনোদনা: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম রবিবার, ১২ এপ্রিল, ২০২০, ১০.৫৯ এএম

ক্যাম্পাস টুডে ডেস্ক


বরিশাল ও খুলনা বিভাগের সাথে গণভবন থেকে  করোনা মোকাবিলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন সকাল ১০ টার সময়।  এসময় জেলা প্রশাসকদের সাথে মত বিনিময়ের এক পর্যায়ে তিনি কৃষি খাতে ৫০০০ কোটি টাকার প্রনোদনার ঘোষণা করেন।

তিনি বলেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষিখাতে ক্ষয়ক্ষতির অংশ হিসেবে এবং করোনা দূর্যোগে সরকার কৃষকের পাশে থেকে সহায়তার অংশ হিসেবে ৫০০০ কোটি টাকার প্রনোদনা দেওয়া হলো ।

তিনি আরো বলেন সামনে আমাদের নতুন ধান উঠতে যাচ্ছে এসময় কৃষকের  যান্ত্রিক সহায়তার জন্য আগে ১০০ কোটি টাকা বরাদ্দ ছিল কিন্তু করোনা মোকাবিলার জন্য তিনি আরো ১০০ কোটি টাকার বরাদ্দ দেন।

সবশেষে বলেন, আমরা ১০ টাকা কেজি দরে অসহায় মানুষের  চাল দিচ্ছি এটা অব্যাহত থাকবে এবং ওএমএসের চাল বিতরন ও অব্যাহত থাক।  আমাদের এখন ও অনেক সরকারি চাল মজুমদার আছে, কোন ঘাটতি নেই।।

 

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today