সোমবার, ২৯ মে ২০২৩, ০৯:০০ পূর্বাহ্ন

‘কেন্দ্রীয় ছাত্রলীগেরই তো মেয়াদ নেই’ সেখানে আমাদের মেয়াদ নিয়ে প্রশ্ন আসে কেন?

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ১২.০৮ পিএম
কেন্দ্রীয় ছাত্রলীগেরই তো মেয়াদ নেই

ক্যাম্পাস টুডে ডেস্কঃ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হল থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ। অবশ্য চার বছর আগেই এই কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও সভাপতি পদ আঁকড়ে থাকার বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ার তুলনা টানেন তিনি। আজকের পত্রিকার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রবিবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক সাজ্জাদ বাসার দৈনিক আজকের পত্রিকার কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। অন্যজন সাফায়িত সিফাত আরটিভি অনলাইনের ক্যাম্পাস প্রতিনিধি।

ভুক্তভোগী দুই সাংবাদিকের অভিযোগ, গতকাল রোববার রাত ১১টায় ইলিয়াস হোসেন সব হল থেকে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকদের নামিয়ে দেওয়ার হুমকি দেন। সঙ্গে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খায়রুল বাশার সাকিবকে ওই হল থেকে সংবাদকর্মীদের নামিয়ে দিতে আদেশ দেন। ইলিয়াসের সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মাজেদ, কাজী নজরুল ইসলাম হলের সভাপতি (ভারপ্রাপ্ত) নাজমুল হাসান পলাশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) খায়রুল বাসার সাকিবসহ আরও কয়েকজন তাঁদের হুমকি-ধমকি দেন।

সাজ্জাদ বাসার ও সাফায়িত সিফাত যথাক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। এই ঘটনায় আজ আজ সোমবার দুই সাংবাদিক প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন।

তাঁরা জানান, রাতের খাবার খাওয়া শেষে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে দুজনে কথা বলছিলেন। এ সময় তাঁদের ডেকে নিয়ে যান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। কথোপকথনের একপর্যায়ে ইলিয়াস ও মাজেদ তাঁদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রসঙ্গ তুলে উত্তেজিত হয়ে ওঠেন। তাঁরা বলেন, ‘ভেবেছিস তোদের হ্যাডম আছে তাই যা ইচ্ছে লিখে ফেলছস। এবার দেখবি আমাদের কী হ্যাডম।’

সংবাদকর্মীরা আরও জানান, প্রকাশিত সংবাদের ব্যাপারে কোনো মন্তব্য থাকলে প্রতিবাদলিপি দেওয়ার কথা বলা হলেও ইলিয়াস আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি প্রেসক্লাবে যুক্ত সাংবাদিকদের হলে থাকতে দেবেন না বলে হুমকি দেন।

সংবাদকর্মী সাজ্জাদ বাসার বলেন, ‘ইলিয়াস ভাই আমাকে দেখিয়ে তাঁর সঙ্গে থাকা বঙ্গবন্ধু হলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খায়রুল বাসার সাকিবকে আমি ও অন্যান্য সাংবাদিকদের কালই হল থেকে বের করে দেওয়ার আদেশ দেন।’

হুমকি দেওয়ার বিষয়ে পরে কথা বলতে গেলে কুবি শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ঘটনা অস্বীকার করেন। তিনি বলেন, ‘কোনো হুমকি দেওয়ার ঘটনা ঘটেনি। দুজনের সঙ্গে শুধু কিছু কথা বলেছি।’

হল থেকে নামিয়ে দেওয়ার হুমকি প্রসঙ্গে আবার জানতে চাইলে ইলিয়াস বলেন, ‘আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে তাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ নিয়ে লিখবে আর ছাত্রলীগ কিছু করবে না। এটা হতে পারে না।’

ইলিয়াস আরও বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগেরই তো মেয়াদ নেই সেখানে আমাদের মেয়াদ নিয়ে প্রশ্ন আসে কেন? তোমরা যাদের বক্তব্যে নিউজ দাও তাদের মেয়াদ তখন কই থাকে? আওয়ামী লীগের সম্মেলনও তো অনেক আগে হয়েছে। সেই হিসাবে তো শেখ হাসিনাও মেয়াদোত্তীর্ণ।’

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today