ফেসবুক-ম্যাসেঞ্জারে ‘কেয়ার ইমোজি’ চালু করবেন যেভাবে

| ক্যাম্পাস টুডে ডেস্ক | Avatar

ক্যাটাগরি : ,

ক্যাম্পাস টুডে ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে ঘরবন্দী মানুষজন। ফলে আগের চেয়ে বেশি সোশ্যাল মিডিয়ায় নির্ভর হয়ে পড়েছে। পরিস্থিতি বিবেচনায় নতুন রিঅ্যাকশন ইমোজি নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যেম ফেসবুকে।

নতুন এই ইমোজিটির নাম ” কেয়ার ইমোজি“। প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপ আপডেট করে নিলেই “কেয়ার ইমোজি” উপভোগ করতে পারবেন। সামাজিক যোগাযোগ মাধ্যেম ফেইসবুক অ্যাপ ও মেসেঞ্জার অ্যাপে নতুন এই ইমোজি ব্যবহার করা যাচ্ছে।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, কঠিন করোনাকালে বন্ধু-বান্ধব ও পরিবার পরিজনের প্রতি আরও সহজে সহানুভূতি ও সমর্থন জানানোর লক্ষ্যেই এই উদ্যোগ।

বর্তমানে ফেসবুক ও মেসেঞ্জারে যেসব ইমোজি রয়েছে তাতে লাইক, লাভ, স্যাড, ওয়াও, হাহা ও অ্যাংরি অনুভূতি প্রকাশ করা যায়। সেই সঙ্গে এবার যোগ হলো ‘কেয়ার’ ইমোজি বাটন। নতুন ইমোজি ব্যবহার করতে চাইলে প্লে স্টোরে গিয়ে ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপ অ্যাপডেট করে নিন। তাহলে আপনিও পেয়ে যাবেন “কেয়ার ইমোজি”।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds