রবিবার, ১১ জুন ২০২৩, ০৩:১৬ পূর্বাহ্ন

কোয়ারান্টাইন অমান্য করায় ভোলায় প্রবাসীকে ধরে গণধোলাই

  • আপডেট টাইম শনিবার, ২১ মার্চ, ২০২০, ১২.২৮ এএম

ক্যাম্পাস টুডে ডেস্ক


শামীম আজম নামে দুবাই ফেরত প্রবাসী এলাকাবাসীর দ্বারা গণ-ধোলাই খেয়েছেন। বৃহস্পতিবার বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে ভোলা সদর হাই স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

শামীম আজম দুবাই হতে ঢাকা হয়ে ভোলায় পাড়ি জমান। সরকারি নির্দেশনা মোতাবেক ১৪দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলে তিনি নির্দেশনাকে সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আত্মীয় স্বজনের বাসাবাড়ি বাজারসহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন।

এদিকে সরকারি নির্দেশ অমান্য করায় এলাকাবাসী-সোচ্চার তরুণ তাকে “কোয়ারেন্টাইনে কেন নেই” বলে চ্যালেঞ্জ করেন। উত্ত’জিত হয়ে শামীম বলেন, “আমার কোনো করোনা নাই কোয়ারেন্টাইনে কিল্লাই যাইতাম”। তার থেকে এ কথা শোনার পর এলাকাবাসী উত্তেজিত হয়ে তার ওপর চড়াও হন এবং উত্তম-মধ্যম দিয়ে তাকে পার্শ্ববর্তী একটি সিমেন্টের গোডাউনে হাত পা বেঁধে আটকে রাখে।

পরে এলাকার মুরুব্বিগণ মধ্যস্থতা করেন এবং কোয়ারেন্টাইনে থাকবে এমন মুচলেকা প্রদান করায় শামীমকে তার বাড়ির একটি কক্ষে ঢুকিয়ে রেখে আসেন। এলাকার লোকজন আপাতত স্বস্তির নিঃশ্বাস ছাড়ছেন এবং ওই তরুণদের প্রশংসনীয় উদ্যোগ এর পক্ষে কথা বলছেন।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today