শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০২:০৪ পূর্বাহ্ন

ক্যানসার কেড়ে নিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাণ

  • আপডেট টাইম সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২, ৮.২৫ পিএম
ক্যানসার কেড়ে নিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ক্যাম্পাস টুডে ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী আহম্মদ আলী কোলন ক্যানসারে মারা গেছেন।

আজ সোমবার সকাল ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আহম্মদ আলীর অকাল মৃত্যুতে ব্যথিত হয়েছেন তার বন্ধুরা ও শিক্ষকরা। তার এক বন্ধু জানান, আহম্মদ আলী খুবই ভালো মানুষ ছিলেন। কারও সঙ্গে কখনো তার দুই কথা হয়নি। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ করেই আমাদের ছেড়ে চলে গেল।

ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, আহম্মদ আলীর মৃত্যুতে আমরা শোকাহত। তার মৃত্যুর খবর শুনে প্রথমে বিশ্বাস করতে পারিনি। মৃত্যুর খবর আমরা হাসপাতালে গেছিলাম দেখতে। তার পরিবারের সাথে কথা বলেছি। আমাদের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী তার বাসায় গেছে ও পরিবারের পাশে আছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, আহম্মদ আলী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় আমরা পাশে ছিলাম। তার এই অকাল মৃত্যু মেনে নেওয়া যায় না। আমাদের শিক্ষকেরা আছে পরিবারের সাথে এবং শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পরিবহন ব্যবস্থা করা হয়েছে।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today