মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১০:১৩ পূর্বাহ্ন

ক্যামেরা ও ফটোগ্রাফির ওপর নোবিপ্রবিতে প্রশিক্ষণ কর্মশালা

  • আপডেট টাইম রবিবার, ১৫ মার্চ, ২০২০, ১২.২৪ এএম

মাইনুদ্দিন পাঠান, নোবিপ্রবি প্রতিনিধি


ক্যামেরা ও ফটোগ্রাফির ওপর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি ক্লাব দিনব্যাপী উক্ত কর্মশালার আয়োজন করে।

শনিবার বেলা সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন- ২ এর ভিডিও কনফারেন্স কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়।

ফটোগ্রাফি ক্লাবের সাংগঠনিক সম্পাদক তারান্নুম রিন্টুর অনুষ্ঠান সঞ্চালানা করেন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি নাহিদা বাতেন।

এদিন কর্মশালায় মধ্যাহ্ন বিরতির পূর্বে ক্যামেরা সেটিংস এবং পরবর্তীতে ফটোগ্রাফির উপর প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণপ্রাপ্তদের সনদ প্রদান করে সংগঠনটি।

এদিন কে ইউ মাসুদ দিনব্যাপী ক্যামেরা ও ফটোগ্রাফির বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন। উক্ত কর্মশালার প্রশিক্ষক কে ইউ মাসুদ ১৯৮৫ সাল থেকে ফটোগ্রাফির একজন স্বীকৃত প্রশিক্ষক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ থেকে ডিগ্রী অর্জন করেন।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today