ইবি প্রতিনিধি: দ্যা ক্যাম্পাস টুডে অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশের পর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) নিচতলার ওয়াশরুম পরিষ্কার করা হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন টিএসসিসির উপ-রেজিষ্টার সুদেব কুমার দেবু।
তিনি জানান, সব সময় এই ওয়াশরুম পরিচ্ছন রাখার চেষ্টা করব। পরবর্তীতে যাতে কোন প্রকার সমস্যার সম্মুখীন না হতে হয় সেদিকে খেয়াল রাখা হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন বিশেষ করে সাংবাদিক সমিতি, প্রেস ক্লাব, ডিবেটিং সোসাইটি, রোভার স্কাউটের অফিস ও সনাতন ধর্মাবল্বীদের প্রার্থনা কক্ষ রয়েছে, শুধু তাদের জন্য এই ওয়াশরুম। বহিরাগতদের জন্য এটা তৈরী করা হয়নি। সামনে মাসের মধ্যই এই ওয়াশরুমে দরজা লাগিয়ে দেয়া হবে এবং সব অফিসে একটি করে চাবি দেওয়া হবে।
আরও পড়ুন :৪০ টাকার বিনিময়ে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নফাঁস
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর দ্যা ক্যাম্পাস টুডে অনলাইন পোর্টালে টিএসসিসির নিচতলার ওয়াশরুমের বেহাল দশা নিয়ে নিউজ প্রকাশিত হয়। এরই পরিপ্রেক্ষিতে ২৮ নভেম্বর রোববার ওয়াশরুমটি পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেয় কর্তৃপক্ষ। একইসাথে বহিরাগতদের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছেন।