ইবি প্রতিনিধি: অনলাইন পোর্টাল দ্য ক্যাম্পাস টুডেতে সংবাদ প্রকাশের জেরে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) নিচতলার ওয়াশরুম ভেঙ্গে নতুন করে নির্মান কাজ শুরু হয়েছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন টিএসসিসির উপ-রেজিস্ট্রার সুদেব কুমার দেবু।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ওয়াশরুম ব্যবহারের অনুপযোগী হওয়ায় ভেঙ্গে নতুন করে নির্মাণ করা হচ্ছে। টিএসসিসিতে বিভিন্ন সংগঠন রয়েছে বিশেষ করে সাংবাদিক সমিতি, প্রেস ক্লাব, ডিবেটিং সোসাইটি, রোভার স্কাউটের অফিস ও সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা কক্ষ রয়েছে, শুধু তাদের জন্য এই ওয়াশরুম। নির্মাণ কাজ শেষ হলে সব অফিসে একটি করে চাবি দেওয়া হবে।
এর আগে গত ২৭ নভেম্বর অনলাইন পোর্টাল দ্য ক্যাম্পাস টুডেতে ‘ইবি টিএসসিসির ওয়াশরুমের বেহাল দশা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে টিএসসিরি নিচতলার ওয়াশরুম মেরামতের কাজ শুরু হয়।
ক্যাম্পাস টুডেতে সংবাদ প্রকাশের পর ইবি টিএসসির ওয়াশরুম পরিষ্কার