খুলছে না বেরোবি, ৬ আগস্ট পর্যন্ত বন্ধের ঘোষণা

সাকিব, বেরোবি প্রতিনিধি :শিক্ষা মন্ত্রণালয় এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৬ আগস্ট পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ইতোপূর্বে ঘোষিত একাডেমিক কার্যক্রম (ক্লাস-পরীক্ষা) পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

বুধবার (১৭ জুন) রেজিস্ট্রার আবু হেনা মুস্তফা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাসজনিত উদ্ভুত পরিস্থিতির কারণে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ঘোষিত সাপ্তাহিক ছুটি ও সাধারণ ছুটির (২৩ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত) ধারাবাহিকতায় আগামী ৬ আগস্ট পর্যন্ত বেরোবির সকল কার্যক্রম বন্ধ থাকবে।

শেষে বলা হয়,কর্মক্ষেত্রে অনুপস্থিত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্ব স্ব গৃহে অবস্থান করতে বলা হয়েছে। এবং মোবাইল ফোনে চালু রাখতে বলা হয়েছে। যাতে জরুরি প্রয়োজনে কর্মস্থলে উপস্থিত হতে পারেন।

Scroll to Top