শনিবার, ১০ জুন ২০২৩, ০৯:৫৯ পূর্বাহ্ন

খুলনায় খাবারের প্যাকেটে গাঁজা, নারীসহ দুই মাদক কারবারি আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯, ১০.০০ পিএম
আটককৃত কারবারি

সারাদেশ টুডেঃ-         মহানগর গোয়েন্দা পুলিশ খুলনায় খাবারের প্যাকেটে ১ কেজি ৩শ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।৫ মঙ্গলবার নভেম্বর দুপুর পৌনে ২টায় মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন ইসমাইল লিংক রোডের আল-আমিন মহল্লা থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো- খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শাহপুর খাঁ পাড়া গ্রামের মৃত ওমর খানের ছেলে বাবুল খান (৪৫) ও মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বানরগাতী এলাকার দিদার আলীর স্ত্রী রিনা বেগম (৩৩) ।

মনিরুজ্জামান মিঠু (খুলনা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার ) জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা খাবারের প্যাকেটসহ বিভিন্ন কৌশলে দীর্ঘদিন ধরে মহানগর এলাকায় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছেন।’

তিনি আরো জানান, আটককৃত বাবুল খানের  বিরুদ্ধে আড়ংঘাটা ও দৌলতপুর থানায় দুটি মাদকের মামলা এবং রিনা বেগমের বিরুদ্ধে খুলনা সদর থানায় একটি মাদকের মামলা রয়েছে। এছাড়াও  সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today