খুলনায় খাবারের প্যাকেটে গাঁজা, নারীসহ দুই মাদক কারবারি আটক
সারাদেশ টুডেঃ- মহানগর গোয়েন্দা পুলিশ খুলনায় খাবারের প্যাকেটে ১ কেজি ৩শ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।৫ মঙ্গলবার নভেম্বর দুপুর পৌনে ২টায় মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন ইসমাইল লিংক রোডের আল-আমিন মহল্লা থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো- খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শাহপুর খাঁ পাড়া গ্রামের মৃত ওমর খানের ছেলে বাবুল খান (৪৫) ও মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বানরগাতী এলাকার দিদার আলীর স্ত্রী রিনা বেগম (৩৩) ।
মনিরুজ্জামান মিঠু (খুলনা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার ) জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা খাবারের প্যাকেটসহ বিভিন্ন কৌশলে দীর্ঘদিন ধরে মহানগর এলাকায় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছেন।’
তিনি আরো জানান, আটককৃত বাবুল খানের বিরুদ্ধে আড়ংঘাটা ও দৌলতপুর থানায় দুটি মাদকের মামলা এবং রিনা বেগমের বিরুদ্ধে খুলনা সদর থানায় একটি মাদকের মামলা রয়েছে। এছাড়াও সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।