গণ বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট আড্ডা

সুপর্না রহমান, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শুরু হয়েছে ফেসবুক লাইভ “গবিসাস আলাপন।” করোনাকালীন সময়ে ঘর বন্দী সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রাণের সঞ্চার ঘটাতে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

১৫ মে থেকে প্রতিদিন বিকাল ৫টায় ঘন্টাব্যাপী এই অনুষ্ঠান গবিসাসের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। তবে ইন্টারনেট গোলযোগের কারণে কয়েকটি পর্বে সময় পরিবর্তন করা হয়।

এরই মধ্যে ১৩ টি পর্ব অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান জনপ্রিয় শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হয়। লাইভ চলাকালীন সময়ে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে দায়িত্বশীলরা জানান, ‘যেহেতু শিক্ষার্থীরা এ আয়োজন ভালোভাবে গ্রহণ করেছে এবং বিভিন্ন ইতিবাচক বিষয় উঠে আসছে, তাই আমরা অনির্দিষ্টকালের জন্য এটা চালিয়ে যেতে চাচ্ছি। সামনের পর্বগুলোতে আমরা শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এবং পরবর্তীতে ক্যাম্পাসের বাইরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষকে এই লাইভে সংযুক্ত করার চেষ্টা করবো। দেখতে হলে চোখ রাখুন গবিসাস ফেসবুক পেজে।’

Scroll to Top