সুপর্না রহমান, গবি প্রতিনিধিঃ সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও সাম্প্রতিক বাংলাদেশ বিষয়ক এক বিশেষ সেমিনারের আয়োজন করে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।
অনুষ্ঠান শুরুর পূর্বে অতিথিবৃন্দ পলাশী যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত উল্লেখযোগ্য ঘটনার ফিচার সম্বলি একখণ্ড বাংলাদেশের শুভ উদ্বোধন করেন।
সোমবার (০৬ডিসেম্বর) সকাল ১১ টায় গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আফিস সংলগ্ন দেয়ালে এর উদ্বোধন করা হয়।
আরও পড়ুনঃ ‘কাঁচা বাদাম’ গানের হিন্দি ভার্সন নিয়ে হাজির হচ্ছেন হিরো আলম
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলক এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রব। আরও উপস্থিত জাতীয় কল্যাণপার্টির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম (বীরপ্রতীক), জাতীয় সমাজতান্ত্রিক নারী জোটের সভাপতি বেগম তানিয়া রব, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন বিভাগের ডিন ও শিক্ষকেরা এবং গবিসাসের দায়িত্বশীলেরা।