গবি’র প্রাক্তন শিক্ষার্থী মানিক করোনায় আক্রান্ত 

গবি প্রতিনিধি


গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের তৃতীয় ব্যাচের ছাত্র ও বর্তমান বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সহ-প্রচার সম্পাদক সাব ইন্সপেক্টর মো. মনসুর হোসেন মানিক করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন তাঁর স্ত্রী সাদিয়া মৌরি। গত ২ আগস্ট করোনা পরীক্ষার ফলাফলে তাঁকে পজিটিভ রিপোর্ট প্রদান করা হয়।

সাদিয়া মৌরি জানান, এখন জ্বর কমছে। ডাক্তারের পরামর্শ মতো এখন তিনি রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ সাব-ইন্সপেক্টর মানিক করোনাকালীন সময়ে পেশাগত দায়িত্বের পাশাপাশি তাঁর মানবিক কাজে আলোড়ন তৈরি করেছিলেন। তিনি রাজধানীর কলাবাগান থানার দায়িত্বে রয়েছেন।

উল্লেখ্য, তিনি গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক এবং নিজ বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। এই মহামারি থেকে আরোগ্য কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তাঁর স্ত্রী।

Scroll to Top