শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৯:৪০ অপরাহ্ন

গবেষণায় ভিসি অ্যাওয়ার্ড পেলেন শাবিপ্রবির ৩ শিক্ষক

  • আপডেট টাইম রবিবার, ২৯ মে, ২০২২, ৮.১৬ পিএম
গবেষণায় ভিসি অ্যাওয়ার্ড পেলেন শাবিপ্রবির ৩ শিক্ষক

ক্যাম্পাস টুডে ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ভিসি অ্যাওয়ার্ড-২১ (ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড) পেয়েছেন ।

তিন শিক্ষক হলেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. তামেজ উদ্দিন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন ও সমুদ্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সুব্রত সরকার।

শনিবার (২৮ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্র কর্তৃক আয়োজিত ‘৯ম বার্ষিক গবেষণা ফাইন্ডিংস-২০২১’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনে এ্যাওয়ার্ডপ্রাপ্তদের নাম ঘোষণা করেন ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার।

অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের একটি পর্যালোচনা পর্ষদ আছে। তারা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গবেষণা ও গবেষণার মান, প্রকাশিত জার্নালসহ বিভিন্ন দিক পর্যালোচনা করে আবেদনের প্রেক্ষিতে নাম সুপারিশ করেন। নাম প্রস্তাবনার ভিত্তিতে উপাচার্য মহোদয় এ্যাওয়ার্ডপ্রাপ্তদের তালিকা নিশ্চিত করেন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আলম খান চৌধুরী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাবি গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম এবং ভোট অব থ্যাংকস প্রদান করেন শাবি গবেষণা কেন্দ্রের সদস্য অধ্যাপক ড. এ. জেড. এম মঞ্জুর রশীদ। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও গবেষকরা উপস্থিত ছিলেন।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today