আরমান তামিম, ববি প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে Investigation of Popular Folk Culture of Barishal and Planning Preservation Policy বিষয়ে গবেষণার জন্যে ২০২১-২২ অর্থবছরে অনুদান পাচ্ছেন।
গত ১৩ এপ্রিল (বুধবার) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শরীফ নজরুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে এ তথ্য নিশ্চিত করা হয়।
ছয় মাসের প্রজেক্টের এ গবেষণায় নেতৃত্ব দিবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. তানভীর কায়ছার। সাথে থাকবেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. ঈশিতা হায়দার। অনুমদিত এই গবেষনায় তারা ৪ লক্ষ ৯৪ হাজার টাকার অনুদান পাবেন।
গবেষণা বিষয়ে জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. তানভীর কায়ছার বলেন, গবেষণার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে অবদান রাখতে চাই। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বৃদ্ধিতে অনু পরিমান ভূমিকা রাখতে পারলেও নিজেকে ধন্য মনে করবো।