শেখ শাহরিয়ার হোসেন, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর শিক্ষক সমিতির সাংবাদিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ( ৩১ জুলাই, ২০২২) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক লাউঞ্জে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষক সমিতির নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন জবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
আলোচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলেন, “জবি প্রশাসনকে শিক্ষকদের মাসিক গবেষনা ভাতার ব্যাপারে আমরা জানিয়েছি। কিন্তু প্রশাসন এতে আগ্রহী নয়। এর কারণ দেশের আর্থিক অবস্থা ভালো নয় ”
এ ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন “প্রশাসন বলছে ইউজিসি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গবেষণা ভাতা বন্ধ করে দিয়েছে। আমরা প্রশাসনকে অনুরোধ করেছি ন্যুনতম ১০০০/২০০০ টাকা করে হলেও শিক্ষকদের মাসিক গবেষণা ভাতা দেন, তাও শুরু করেন। আমরা এটাও বলেছি আপনারা শিক্ষকদের গবেষনা দেখেন, বছরে তাদের কাজ দেখেন। কিন্তু প্রশাসন আগ্রহী নয়, শুরু করতে গেলে ইউজিসির বাধা আসতে পারে”
নবীন শিক্ষকদের গবেষণায় আগ্রহী করতে মাসিক গবেষণা ভাতার গুরুত্বের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন “ভালো গবেষণা করে বাৎসরিক ভাতা পাবেন শিক্ষকরা। ”
শিক্ষক সমিতির এ মেয়াদে শিক্ষকদের মাসিক গবেষণা ভাতা কার্যকর করা সম্ভব কি না জানতে চাইলে তিনি বলেন, ” এ মেয়াদে সম্ভব না, কারণ দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে আমাদের পক্ষে জোর দেয়াও সম্ভব হচ্ছেনা। তবে একেবারেই কিছু আমরা পাচ্ছিনা এমন না, আমাদের শিক্ষকদের মধ্যে যারা ভালো গবেষণা জমা দিচ্ছেন, তারা বছর শেষে ভাতা পাচ্ছেন। তাছাড়া ডিনস এওয়ার্ড, ভাইস চ্যান্সেলর এওয়ার্ড ও চালু আছে। তাছাড়া মন্ত্রণালয় এর প্রজেক্ট বা বাইরে থেকে কাজ এনেও অনেকে আর্থিক ভাবে উপকৃত হচ্ছেন, যদিও বিশ্ববিদ্যালয় থেকে কোনো মাসিক ভাতা দেয়া হচ্ছেনা।”
জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শুধুমাত্র ভালো গবেষণার উপর ভিত্তি করে নির্দিষ্ট শিক্ষকগণ বাৎসরিক ২৫০০০ টাকা গবেষণা ভাতা পেয়ে থাকেন।