গভীর রাতে ববি শিক্ষার্থীদের উপর হামলার দৃষ্টান্তমূলক শাস্তি চায় ছাত্রলীগ

টিসিটি টুডে


গতকাল( মঙ্গলবার) বরিশাল নগরীর রুপাতলী হাডিজং এলাকায় গভীর রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর কথিত শ্রমিক নামক সন্ত্রাসীদের বর্বরােচিত হামলার ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগ পরিবার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানিয়েছেন সংগঠনটি।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগ পরিবার আইন-শৃঙ্খলা বাহিনীকে উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে।

এছাড়া, বাংলাদেশ ছাত্রলীগ এর সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য উক্ত হামলায় আহত সকল শিক্ষার্থীর আত সুসথতা কামনা করেছেন।

প্রসঙ্গত, গতকাল(বুধবার) মধ্যরাতে মেসে ঢুকে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলা চালায় স্থানীয় সন্ত্রাসীরা। রাত দেড়টার দিকে বরিশাল রুপাতলী হাউজিংয়ের আবাসিক এলাকার ১৯, ২২ ও ২৩ নং রোডে অবস্থিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেসের সামনে এই ঘটনা ঘটে বলে জানা যায়। এ হামলায় বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment