গাইবান্ধার সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু

News Editor Avatar

ক্যাটাগরি :

সারাদেশ টুডেঃ গাইবান্ধার সদর উপজেলায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রমজান আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।১৭ নভেম্বর রবিবার দুপুরে উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ফলিমারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রমজান আলী (৫০) ওই গ্রামের মৃত আব্দুল গনির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘রবিবার দুপুরে নিজ বাড়ির পার্শ্ববর্তী একটি গাছের ডাল কাটতে যান কৃষক রমজান আলী। এ সময় অসাবধানতাবশত পূর্ব থেকেই সেচ পাম্পের জন্য ঝুলিয়ে রাখা তারে জড়িয়ে পড়েন তিনি। ফলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে তারে জড়িয়ে থাকা কৃষক রমজান আলীর লাশটি উদ্ধার করে।’

খান মো. শাহরিয়ার (গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা) জানান, এ প্রেক্ষিতে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি ।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds