গান শোনার কথা বলে ডেকে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি : ,

সারাদেশ টুডেঃ যশোর শার্শা উপজেলার রাঘবপুর গ্রামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহিল হাসান নয়ন নামে (১৫) এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে নয়নকে গ্রেপ্তার করা হয়। নয়ন একই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্র জানায়, “রবিবার (২৭ অক্টোবর) বিকেলে নয়নের বাড়িতে ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করছিল ওই স্কুলছাত্রী। এসময় নয়ন স্কুলছাত্রীকে গান শোনার কথা বলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। সেসময় মেয়েটির মা টের পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করেন।”

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান “এ ঘটনায় ওই শিশুটির মা বাদী হয়ে সোমবার সকালে নয়নের নামে শার্শা থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতে নয়নকে গ্রেফতার করে যশোর আদালতে পাঠানো হয়।”

দ্য ক্যাম্পাস টুডে।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds