রবিবার, ১১ জুন ২০২৩, ০৪:১৮ পূর্বাহ্ন

গুগলে ৩৯ বার চেষ্টা করেও থামেননি, অবশেষে গুগলে চাকরি

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ১.৩০ এএম
Google The Campus Today

ক্যাম্পাস টুডে ডেস্কঃ ৩৯ বার চেষ্টা করেও চাকরি পাননি। প্রতিবারই ব্যর্থ হয়েছেন। তাতেও হাল ছাড়েননি তিনি। বরং প্রতিবারেই নতুন উদ্যমে চেষ্টা করে গিয়েছেন। ৪০তম প্রচেষ্টায় পরিশ্রমের ফল পেলেন। ছোটখাটো কোনো সংস্থা নয়। একেবারে গুগলের কর্মী হওয়ার সুযোগ পেলেন কোহেন। সানফ্রান্সিসকোর বাসিন্দা কোহেনের এমন সাফল্য অনুপ্রেরণা জোগাচ্ছে অসংখ্য তরুণ-তরুণীকে।

কোহেন ২০১৯ সাল থেকে গুগলে চাকরির আবেদন করে যাচ্ছেন। কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছেন। তবে ব্যর্থতা দমাতে পারেনি কোহেনকে। আবেদনপত্র বাতিল হয়ে ফিরে আসার পরও ভেঙে পড়েননি। নতুন করে প্রস্তুতি নিতে শুরু করেছেন। আত্মমূল্যায়ন করে দেখেছেন নিজের কোথায় ঘাটতি হচ্ছে। কিন্তু চেষ্টা ছাড়েননি। শেষ পর্যন্ত সফল হলেন তিনি।

এই সাফল্যের কথা নিজেই পোস্ট করে নেটমাধ্যমে জানিয়েছেন কোহন। কয়েক মুহূর্তে অভিনন্দন আর শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে তার নেটমাধ্যমের পাতা। অধ্যাবসায় এবং কিছু করে দেখানোর অদম্য জেদ থাকলে কোনো কিছুই যে অসম্ভব নয়, কোহনের এই সাফল্য ফের একবার সে কথাই মনে করাল।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today