সোমবার, ২৯ মে ২০২৩, ০৮:২২ পূর্বাহ্ন

গুচ্ছের ‘ক’ ইউনিট পরীক্ষায় ১ হাজার ৫৫১ জনের উওরপত্র বাতিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ৪.৫৫ পিএম
সেকেন্ড টাইম

ক্যাম্পাস টুডে ডেস্কঃ গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গুচ্ছের ওয়েবসাইট থেকে এই ফল দেখতে পারবেন শিক্ষার্থীরা। এতে ‘ক’ ইউনিটের পরীক্ষায় ১ হাজার ৫৫১ জনের খাতা বাতিল করা হয়েছে। একাধিক কারণে এসকল শিক্ষার্থীদের উত্তরপত্র বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) এই ফল প্রকাশিত হয়। ফল প্রকাশের বিষয়টি গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার নিশ্চিত করেছেন।

এখানে দেখুন গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘ক’ ইউনিটের ফল

প্রকাশিত ফলে দেখা গেছে, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৮৫ হাজার ৫৮২ জন। অকৃতকার্য ৬৬ হাজার ৭১১ জন। মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৬১ হাজার ৭৬৭ জন। পরীক্ষায় উপস্থিত ছিলেন ১ লাখ ৫৩ হাজার ৮৪৪ জন। অনুপস্থিত ছিলেন ৭ হাজার ৯২৩ জন।

প্রকাশিত ফলে ১ হাজার ৫৫১ জনের খাতা বাতিল করা হয়েছে। এসব কারণগুলোর মধ্যে- বহিষ্কার হয়েছেন ৩ জন, রোল এরের কারণে ২৯ জন এবং সেট/সাবজেক্ট কোড এররের কারণে ১ হাজার ৫১৯ জনের খাতা বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার (৩০ জুলাই) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত সারাদেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে গুচ্ছের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ক’ ইউনিটের পরীক্ষায় রাজধানীর ৯টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৪ হাজারের বেশি।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today