জবি টুডেঃ গুচ্ছের ভর্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে তিন ইউনিটে ২ হাজার ৭০০ আসনের বিপরীতে ভর্তির আবেদন করেছে ৪০ হাজার শিক্ষার্থী। এতে আসনপ্রতি লড়বে ১৪ জন।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক ও বৃত্তি শাখা) মো. হেলাল উদ্দিন বলেন, একাডেমিক কাউন্সিলের মিটিংয়ের পর ৪০ হাজার শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হবে। মেরিট অনুযায়ী প্রথম ২ হাজার ৭০০ জন ভর্তির সুযোগ পাবে এবং আসনশূন্য থাকা সাপেক্ষে ওয়েটিং লিস্ট প্রকাশ করা হবে।
নোবিপ্রবিতে ছাত্রলীগের সভাপতি-সম্পাদক পদে প্রার্থী চার শতাধিক
বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের পরিচালক প্রফেসর ড. উজ্জ্বল কুমার আচার্য্য বলেন, প্রথম বর্ষের ভর্তির ফলাফল প্রকাশের প্রক্রিয়া চলছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদন থেকে প্রতি বিভাগের জন্য ক্রম ও মেধা অনুসারে ফলাফল প্রকাশ করা হবে।