সোমবার, ২৯ মে ২০২৩, ০৭:২৭ পূর্বাহ্ন

গুচ্ছ পরীক্ষার সময় ক্যাম্পাসে ঢুকতে পারবেন না ভর্তিচ্ছুদের অভিভাবকেরা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ১.৩৬ পিএম
সেকেন্ড টাইম

ক্যাম্পাস টুডে ডেস্কঃ পরীক্ষার সময় ক্যাম্পাসে ঢুকতে পারবেন না ভর্তিচ্ছুদের অভিভাবকেরা। গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী ৩০ জুলাই এবং ১৩ ও ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। ওই তিনদিন দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) কর্তৃপক্ষ জানিয়েছে, খুবি উপকেন্দ্রে ভর্তি পরীক্ষা চলাকালীন যানবাহন চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৭ জুলাই) বিকালে খুবির শহীদ তাজউদ্দীন আহমদ ভবনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাহমুদ হোসেন সভাপতিত্ব করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান জানান, ‘ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হলো- খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে পরীক্ষার্থীরা মোবাইল ফোনসহ কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস, ব্যাগ ও বই নিয়ে প্রবেশ করতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে তাদের ক্যাম্পাসে প্রবেশ করতে হবে। কোনো অভিভাবক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। ভর্তি পরীক্ষা চলাকালে গল্লামারী ব্রিজের পশ্চিম পাশ থেকে জিরোপয়েন্ট পর্যন্ত সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের যানবাহন প্রবেশ করতে পারবে।’

গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ

এদিকে সভায় বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ব্যক্তিগত যানবাহন ব্যবহার করেন, তাদের যানবাহনে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামযুক্ত স্টিকার লাগানোর পরামর্শও দেওয়া হয়। এছাড়া ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে আশপাশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ, গোয়েন্দা সংস্থা, র‍্যাব ও সাদাপোশাকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে সভায় জানানো হয়।

এস এম আতিয়ার রহমান বলেন, ‘গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথমবর্ষে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৩০ জুলাই খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও রেভারেন্ড পলস্ হাইস্কুল ও হোপ পলিটেকনিক উপকেন্দ্রে অনুষ্ঠিত হবে। এদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫ হাজার ৪২৪ জন, রেভারেন্ড পলস্ হাই স্কুলে ১ হাজার ৫১২ জন ও হোপ পলিটেকনিক উপকেন্দ্রে ৮২৮ জন পরীক্ষার্থীর আসনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আগামী ১৩ আগস্ট ‘খ’ ইউনিট এবং ২০ আগস্ট ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুসের সঞ্চালনায় সভায় বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক মোসাম্মাৎ হোসনে আরা, ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র, পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) শেখ শারাফাত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today