সোমবার, ২৯ মে ২০২৩, ০৮:১৮ পূর্বাহ্ন

গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত বশেমুরবিপ্রবি

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ১২.৩৯ পিএম
অনলাইন ক্লাসের উপস্থিতি গণনা নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

আগামীকাল ৩০ জুলাই (শনিবার) শুরু হতে যাওয়া গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২১-২২ এর সকল প্রস্তুতি সম্পন্ন করেছে গোপালগঞ্জর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বশেমুরবিপ্রবি)।

অত্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩০ জুলাই দুপুর ১২.০০ টায় অনুষ্ঠিতব্য এ ইউনিটভুক্ত বিজ্ঞান শাখার পরীক্ষায় মোট ১,৪১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এছাড়াও আগামী ১৩ আগস্ট ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে বি ইউনিটভুক্ত মানবিক শাখার পরীক্ষায় পরীক্ষার্থী সংখ্যা ২,৩০৪ এবং আগামী ২০ আগস্ট ২০২২ তারিখ সি ইউনিট ভুক্ত বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষায় ৩৭১ জন পরীক্ষার্থী অত্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করবে।

ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয় বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রাজিউর রহমান জানান, “২০২১-২০২২ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাব সম্পাদন করার জন্য আমাদের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদর স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের জন্য মডিকেল টিম কাজ করব এবং জরুরি এ্যাম্বুলেন্স সেবা ও ফার্স্ট এইড সেবা প্রদান করা হবে। এছাড়াও বিভিন্ন সেচ্ছাসেবি সংগঠন ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সহযোগিতা প্রদান করবে।

তিনি আরও জানান, “পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ভ্যান, মোটর সাইকেলসহ সকল প্রকার যানবহন চলাচল নিষিদ্ধ থাকবে। বেলা ১১ টা থেক্ ১ টা পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারি, বহিরাগত কেউ মোটর সাইকেল ব্যবহার করতে পারবেন না। মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবেনা। কোন প্রকার অস্থায়ী ভাসমান দোকান বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে স্থাপন করা যাবে না। কেন্দ্রের অভ্যন্তরে দোকান পাট বন্ধ থাকবে। এছাড়াও তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরাধ করেছেন।

উল্লেখ্য, আগামীকাল ৩০ জুলাই ২০২২ তারিখ থেকে গুছভুক্ত দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today