শনিবার, ১০ জুন ২০২৩, ১১:০০ পূর্বাহ্ন

গুচ্ছ ভর্তি পরীক্ষা পেছানো বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

  • আপডেট টাইম বুধবার, ২০ জুলাই, ২০২২, ১.৫৩ পিএম
জাতীয় সংসদে করোনার পরিস্তিতির কারণে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সংক্রান্ত বিল পাস হয়েছে। রবিবার (২৪ জানুয়ারি) সংসদ সদস্যদের সম্মতিক্রমে এ বিল পাস হয়।
ফাইল ছবি

ক্যাম্পাস টুডে ডেস্কঃ সিলেট-সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতির কারণে ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন ভর্তিচ্ছুরা। এ বিষয়ে শিক্ষামন্ত্রী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপিতে দিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের এ দাবি নিয়ে বুধবার (২০ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা গণমাধ্যমকে জানান।

গুচ্ছ ভর্তি পরীক্ষা পেছানো নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা পেছানো হবে কিনা সেটি তারা নিজেরাই ঠিক করবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কোনো হস্তক্ষেপ করবে না।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর দিল আফরোজা বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ইউজিসির সদস্য, বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today